Logo

জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপদেষ্টা পরিষদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে উপদেষ্টা পরিষদ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা।  

বৈঠক শেষে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন। তবে ঠিক কী কারণে বৈঠকে বসেছেন তারা, সে বিষয়ে কথা বলেননি প্রেস উইংযের কেউ। 

যদিও নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে আজকের অনির্ধারিত বৈঠকে আলোচনা হতে পারে। বৈঠক শেষে এ বিষয়ে জানানো হতে পারে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। 

এনএমএম/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর