Logo

জাতীয়

পদত্যাগের কারণ স্পষ্ট করলেন নাহিদ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯

সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আমি প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। পাশাপাশি জুলাই ফাউন্ডেশনসহ সরকারের আরও যেসব কমিটিতে ছিলাম, সেগুলো থেকেও ইস্তফা দিয়েছি। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, একটি গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট প্রথমে দুইজন, পরে আরও একজন, ছাত্রদের মধ্য থেকে মোট তিনজন সরকারে দায়িত্ব নিই। তখন দেশের জাতীয় নিরাপত্তা ও জনআকাঙ্খা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করাটা যৌক্তিক মনে হয়েছিল। দায়িত্বের সময় হয়ত আমরা আশানুরূপ ফলাফল পাইনি। তবে সরকার এখন মোটামুটি একটা স্থিরতায় পৌঁছেছে। 

নাহিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের প্রয়োজন। আর এজন্য আমার রাজপথে ও ছাত্রজনতার কাতারে থাকা দরকার বলে মনে করছি। একই সঙ্গে আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্খা করি, সেই আকাঙ্খার জন্য এবং ছাত্রজনতাকে সংহত করতে আমি মনে করেছি যে, সরকারের বাইরে আমার ভূমিকা বেশি হবে। আর আমার বাইরের সহযোদ্ধারাও এটিই চান। সেই পরিপ্রেক্ষিতেই আমি আজ পদত্যাগপত্র জমা দিয়েছি।  

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর