Logo

জাতীয়

রাজশাহীগামী সেই বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২৭

রাজশাহীগামী সেই বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা থেকে রাজশাহীগামী ‘ইউনিক রোড রয়েলস’ বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান ভুক্তভোগী ওই নারীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ দিয়ে এ তথ্য জানান। 

ভিডিতে ওই নারী জানান, ঘটনার দিন বাসে ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তার সাথে থাকা নগদ টাকা, পায়ের নুপুরসহ যা যা ছিল সবই নিয়ে যায়। তবে এ সময় তার গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটেনি। ওই সময় তিনি ভয়ে কান্নাকাটি করেন।

এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বাংলাদেশের খবরকে বলেন, ‘ওই নারী একেবারেই খোলামেলাভাবে তার বক্তব্য দিয়েছেন। তিনি তার তার বক্তব্যে বলেছেন, ওইদিন বাসে ধর্ষণের ঘটনা ঘটেনি।’

এসপি বলেন, ‘তিনি (ভুক্তভোগী) তার একজন নিকটআত্মীয়ের সঙ্গে দাঁড়িয়ে কথাগুলো জানিয়েছেন।’

এদিকে, এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন মহল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এ ঘটনায় বিক্ষোভ মানববন্ধন করে শিক্ষার্থীরা। পুলিশও এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর