Logo

জাতীয়

ডিএমপির টহল জোরদার

২৪ ঘণ্টায় ৫০০ টহল, গ্রেপ্তার ২৪৮

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭

২৪ ঘণ্টায় ৫০০ টহল, গ্রেপ্তার ২৪৮

দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থার সমন্বয়ে চেকপোস্ট ও টহল জেরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান। 

তিনি জানান, সোমবার মধ্য রাত থেকে গত ২৪ ঘণ্টায় ৫০টি থানা এলাকায় ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করেছে। এ ছাড়া ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। 

ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সিটিটিসির সাতটি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়াও চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনও ৩১টি চেকপোস্ট পরিচালনা করেছে বলেও জানান তিনি।

গত ২৪ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সাতজন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি ও ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামি রয়েছে। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

এসব ঘটনায় ৫৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন হাম্মদ তালেবুর রহমান।

এনএমএম/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর