Logo

জাতীয়

ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬

ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভোরে পুলিশের টহল কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপদেষ্টা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেকপোস্ট ও তল্লাশিচৌকির কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি কয়েকটি থানাও ঘুরে দেখেন।

উপদেষ্টা তার বারিধারার বাসা থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া এভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। এরপর তিনি শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানায় যান। গুলশান থানা পরিদর্শন শেষে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফেরত যান। এ সময় তিনি বিভিন্ন অলিগলিও ঘুরে দেখেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা থানার দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন এবং রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের আরও সক্রিয় থাকার তাগিদ দেন।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর