Logo

জাতীয়

বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ ভারতীয় নাগরিক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮

বাংলাদেশে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৫ ভারতীয় নাগরিক

দীর্ঘ ৬ বছর বাংলাদেশে কারাভোগের পর পাঁচ ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন।

ভারতীয় নাগরিকরা হলেন- ভারতের মিজোরাম রাজ্যের মাসিক থানার ফুলভাঙছি গ্রামের জ্যাকব পাংখোরার ছেলে সেলসন পাংখোরা, একই রাজ্যের জটলাং থানার ফুলভাঙছি গ্রামের ব্যাকতি পাংখোয়া ছেলে চুপা পাংখোয়া, ত্রিপুরা রাজ্যের সাবরুম থানার দত্ত মোহন ত্রিপুরার ছেলে অনন্ত ত্রিপুরা, ত্রিপুরা রাজ্যের রাজনগর থানার ন্যাপেন নগর গ্রামের মানিন্দ্র ভিলার ছেলে বিনয় ভিল, ত্রিপুরা রাজ্যের রাজনগর থানার ন্যাপেন নগর গ্রামের নব ভিলের ছেলে প্রদীপ ভিল।

বিলোনিয়া মুহুরি ঘাট ইমিগ্রেশন পুলিশ জানায়, পাঁচ ভারতীয় নাগরিক ঢাকাসহ দেশের বিভিন্ন জেলখানায় তিন থেকে ছয় বছর সাজা ভোগের পর ছাড়া পান। পরে মঙ্গলবার দুপুরে ফেনীর বিলোনিয়ার মুহুরি ঘাট সীমান্তে ওই ভারতীয় নাগরিকদের ভারতে ফেরত পাঠানো হয়েছে। এ সময় উভয় দেশের পুলিশ, বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিলোনিয়া চেকপোস্ট পুলিশ হেফাজতে থাকা ভারতীয় নাগরিক প্রদীপ ভিল জানান, কাজের সন্ধানে তিনি বাংলাদেশে এসেছিলেন। কিন্তু বৈধ কাগজপত্র না থাকার কারণে পুলিশ তাকে আটক করে এবং পরে জেলে পাঠানো হয়। ৬ বছর সাজা ভোগের পর তিনি এখন ভারতে ফিরছেন।

এ সময় মজুমদার হাট বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ, ভারতের বিলোনিয়ার বিএসএফের ইন্সপেক্টর আনান সিং কারকি, পরশুরাম থানার ওসি তদন্ত মাকসুদ আহমদ, বিলোনিয়া ইমিগ্রেশনের উপ পরিদর্শক (এসআই) মো. রাকিব উদ্দিনসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় মজুমদার হাট বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রশিদ, ভারতের বিলোনিয়া বিএসএফের ইন্সপেক্টর আনান সিং কারকি, পরশুরাম থানার ওসি তদন্ত মাকসুদ আহমদ ও বিলোনিয়া ইমিগ্রেশনের উপপরিদর্শক মো. রাকিব উদ্দিন উপস্থিত ছিলেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পাঁচ ভারতীয় নাগরিককে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ভারতে পাঠানো হয়েছে।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর