বাংলাদেশের খবর

আপডেট : ০৬ মার্চ ২০১৮

প্রিয়ভাষিণীকে নিয়ে গান


ফেরদৌসি প্রিয়ভাষিণীকে নিয়ে গান করেছেন সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণ। সম্প্রতি রাফিউজ্জামান রাফি’র কথায় এ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রিয়ভাষিণীর ব্যক্তিত্বের প্রতি মুগ্ধ হয়েই কাজটি করেছেন বলে জানান সুমন কল্যাণ। তিনি বলেন, ‘২০১২ সাল থেকে আমি চেষ্টা করছিলাম গানটা করার। কিন্তু মনমতো লিরিকস পাচ্ছিলাম না। অবশেষে রাফি লেখার পর দ্রুতই কাজটি করে ফেলি। আফসোস গানটা তাকে শোনাতে পারলাম না।’

 
‘প্রিয়ভাষিণী’ শিরোনামের এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ২৬ মার্চ উপলক্ষে এটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছিলেন সুমন কল্যাণ।

 
‘আটাশ ঘণ্টা অবচেতন/ হায়নার ক্যাম্পজুড়ে পাশবিকতা/ বাঁশের বেড়া খুপরি ঘরে/ চিৎকার করে স্বাধীনতা’ এমন কথায় সাজানো গানের গীতিকার রাফিউজ্জামান রাফি বলেন, ‘আমি সুমনদার কাছ থেকেই গানটি লেখার জন্য অনুপ্রাণিত হই। এমনিতে প্রিয়ভাষিণী আমার প্রিয় ব্যক্তিত্ব। তাকে নিয়ে লিখতে গিয়ে আমি তার সম্পর্কে নতুন করে পড়াশোনা করি। নতুন করে মুগ্ধ হই।’

 
রাফি বলেন, ‘তাকে সারপ্রাইজ দেয়ার ইচ্ছে ছিল আমাদের। কিন্তু গানটা শোনাতে পারলাম না। তার মৃত্যু আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। কষ্ট দিয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১