আপডেট : ২৭ মার্চ ২০১৮
আইনমন্ত্রী আনিসুল হক মনে করেন, বিএনপি ও জামায়াতের রাজনীতি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত ও পাকিস্তানের অঙ্গরাজ্য করার জন্য। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেন, সেই রাজনীতির বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকতে হবে; রুখে দাঁড়াতে হবে। কসবায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপেক্স ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মুক্তিযোদ্ধাদের প্রশংসা করে মন্ত্রী বলেন, আপনাদের অবদানে আমরা গৌরবান্বিত, আপনারা আমাদের অহংকার। আমরা সেই শক্তিতে ইনশাল্লাহ আপনাদের সাহায্যে এসব ষড়যন্ত্র রুখে দিব। কসবা-কদমতলি সড়ক মোড়ে ২ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া, আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, পৌরমেয়র এমরান উদ্দিন জুয়েল, মুক্তিযোদ্ধা কমান্ডার শহিদুল্লাহ প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১