বাংলাদেশের খবর

আপডেট : ১৯ এপ্রিল ২০১৮

সন্ত্রাসী মামলার আসামি দুই শিশুর জামিন

বাদীকে কারণ দর্শনোর নির্দেশ

জামিন পাওয়া দুই শিশুর সঙ্গে আইনজীবী ফাইল ফটো


ঠাকুরগাঁও প্রতিনিধি

সন্ত্রাসী মামলায় আসামি দুই শিশুকে জামিন দিয়েছেন আদালত। গতকাল বুধবার জেলার শিশু ও কিশোর আদালতের বিচারক মো. হায়দার আলী আশরাফুল (৫) ও উজ্জ্বলকে (৮) জামিন দেন। একই সঙ্গে শিশুদের আসামি করায় বাদীকে কারণ দর্শানোর নির্দেশ দেন।

আশরাফুল মোলানী ঝাড়গাঁও মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। উজ্জ্বল ৯২ নম্বর ছেপরিকুড়া সরকারি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ছে। আসামি দুই শিশুর আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, ‘উভয়পক্ষের কথা শুনে ৫০০ টাকা বন্ডে শিশুদের বাবার জিম্মায় জামিন দিয়েছেন আদালত। পাশাপাশি শিশুদের আসামি করায় আদালত বাদীকে কারণ দর্শাতে বলেছেন।’

মামলার বিবরণ থেকে জানা যায়, বাদী নজরুল ইসলাম ও মূল আসামি সাজেদুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে মামলা চলাকালীন গত বছরের ১৬ নভেম্বর ধান কাটা নিয়ে মারামারি, ভয়ভীতি ও ধান চুরির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে ওই বছরের ১৯ নভেম্বর ১৩ জনকে আসামি করে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে আরেকটি মামলা করেন নজরুল। মামলার আসামিদের মধ্যে ওই দুই শিশুও রয়েছে। মামলার আর্জিতে অবশ্য শিশুদের বয়স ২৩ বছর করে দেখানো হয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। গত ৪ জানুয়ারি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওয়ালিউল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে আসামিরা। অন্যদের জামিন দিলেও শিশুদের শিশু ও কিশোর আদালতে পাঠান বিচারক। পাশাপাশি দুই শিশুকে আসামি করায় মামলার বাদীকে তিরস্কার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১