আপডেট : ২৩ এপ্রিল ২০১৮
কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়েছে । এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ । ঘটনায় আহত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী উপকমিশনার (এডিসি) শিবলী নোমান। প্রথমে মতিঝিলের অগ্রণী ব্যাংকের সামনে থেকে কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও পরে সেখানে পুলিশের অবস্থানের কারণে স্থান পরিবর্তন করে বায়তুল মোকাররমে করার সিদ্ধান্ত নেওয়া হয়। মিছিল শুরুর ৫ মিনিটের মধ্যেই পুলিশ মিছিলটি লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের মতিঝিল জোনের এডিসি শিবলী নোমানসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ বিক্ষোভ মিছিল থেকে দলের কয়েকজন নেতাকর্মীকে আটক করে।পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে পুরানা পল্টন এলাকা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত এডিসি শিবলী নোমান জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজনকে আটক করা হয়েছে।
সোমবার দুপুর ২টায় পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এটি বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১