বাংলাদেশের খবর

আপডেট : ২৪ এপ্রিল ২০১৮

পেজ প্রিভিউয়ের সুবিধা আনছে উইকিপিডিয়া


ব্যবহারকারীদের জন্য আরো সহজ হচ্ছে ইন্টারনেটভিত্তিক তথ্যভান্ডার উইকিপিডিয়া। উইকিপিডিয়ায় যোগ হচ্ছে পেজ প্রিভিউয়ের সুবিধা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের খবরে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বরাতে বলা হয়েছে, ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যই সুবিধাটি আনা হচ্ছে। ইন্টারলিঙ্ক করা কোনো নামে বা শব্দে মাউস রাখলেই পপআপ উইন্ডো খুলে যাবে। এতে সেই পেজের কিছু লাইন আলাদা করে আগেই দেখে নেওয়া যাবে।

দ্য ভার্জের খবরে বলা হয়েছে, অনেক সময়ই উইকিপিডিয়ার আর্টিকেল পড়তে পড়তে এমন কিছু লিঙ্কে ক্লিক করতে হয় যা তথ্য খোঁজার ক্ষেত্রে সহায়ক হয় না। নতুন পেজ প্রিভিউ দেখে এ সমস্যা এড়ানো যাবে।

উইকিমিডিয়া জানিয়েছে, প্রতিটি পাঠক উইকিপিডিয়া ওয়েবসাইটটি নেভিগেট করার সময় আরো অনেক পেজে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন। তবে এখন থেকে অল্প কিছু পেইজের লিঙ্কে ক্লিক করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১