বাংলাদেশের খবর

আপডেট : ০৩ মে ২০১৮

তাজমহলের রঙ বদলে উদ্বেগ


তাজমহলের উদ্বেগজনক রঙ পরিবর্তন ঠেকাতে প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। পরিবেশবাদীদের দেওয়া স্থাপনাটির নানান আলোকচিত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে বিচারক মদন লোকুর ও দীপক গুপ্ত মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় সরকারকে এ নির্দেশনা দেন বলে বিবিসি জানিয়েছে।

আদালত বলেছে, সাদা মার্বেল ও অন্যান্য উপাদানে তৈরি সপ্তদশ শতকের বিখ্যাত এ সমাধিটির রঙ হলুদ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে সেটা বাদামি ও সবুজ হয়ে যাচ্ছে। সরকারের উদ্দেশে বিচারকদ্বয় বলেছেন, যদি আপনাদের বিশেষজ্ঞ থেকেও থাকে, তাহলেও আপনারা তাদের ব্যবহার করছেন না, অথবা আপনারা একে মোটেও গুরুত্ব দিচ্ছেন না। তাজমহলের দূষণ নিয়ে আগামী ৯মে ভারতের সুপ্রিম কোর্টে আরেকটি শুনানি হওয়ার কথা রয়েছে।

দূষণ, নির্মাণ শিল্প ও নদীর নর্দমায় আকৃষ্ট কীটপতঙ্গের বর্জ্য তাজমহলের দেয়ালের স্বাভাবিক রঙ ও অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে বলেও ধারণা অনেক বিশেষজ্ঞের। রঙ বদল ঠেকাতে ভারত সরকার এর আগে তাজমহলের কাছাকাছি হাজারেরও বেশি কারখানা বন্ধ করে দেয়। গত দুই দশকে বেশ কয়েকবারই কাদামাটি ব্যবহার করে এর মার্বেল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। অস্থায়ী কাঠামো ব্যবহার করে তাজমহলের দেয়ালে ছক কেটে কেটে সেখানে কাদামাটির পেস্ট ‘ফুলারস আর্থ’ বসানো হচ্ছে। এটা ধুলা-ময়লা, গ্রিজ এবং কীটপতঙ্গ ও প্রাণীর মল শোষণে কার্যকর। পরে ওই কাদামাটি ধুয়ে ফেলা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১