আপডেট : ২২ মে ২০১৮
দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পরিবহন খাতের গুরুত্ব বেড়ে যাওয়ায় রেল খাতের দক্ষতা বৃদ্ধি ও পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছে এফবিসিসিআই। গতকাল ফেডারেশন ভবনে এফবিসিসিআইয়ের রেলওয়েবিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এ তাগিদ দেওয়া হয়। সভায় আলোচকরা বলেন, চট্টগ্রাম বন্দরে সঠিক সময়ে পণ্য পরিবহনে ট্রেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ জন্য ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো এবং প্রতি ট্রেনে পণ্য পরিবহনের জন্য অতিরিক্ত কম্পার্টমেন্ট সংযোজন করতে হবে। চট্টগ্রাম, মোংলা ও বেনাপোল বন্দরের গুরুত্ব অনুযায়ী সংযোগকারী রেললাইন ও রেলসেবা আরো বাড়াতে হবে। সভায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে বুলেট ট্রেন চালুর সরকারি সিদ্ধান্তের প্রতি একাত্মতা জানানো হয়। বৈঠকে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, দেশের বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। এ কারণে পরিবহন খাত, বিশেষ করে সড়কের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সড়কের ওপর থেকে চাপ কমাতে রেলওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঢাকার কমলাপুরে অবস্থিত ইনল্যান্ড কনটেইনার ডিপোর (আইসিডি) কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সরওয়ার ওয়াদুদ চৌধুরী সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। এফবিসিসিআই পরিচালক মো. রেজাউল করিম রেজনু ও হাফেজ হারুণ অর রশিদ, কমিটির কো-চেয়ারম্যান মো. ফিরোজ আলম সুমন ও বিপ্লব চাঁদ দুগার আলোচনায় অংশ নেন। দেশের রেলওয়ে খাতের বিপুল সম্ভাবনার দিকটি উল্লেখ করে এ খাতের উন্নয়নের ওপর বিশেষ তাগিদ দিয়েছে এফবিসিসিআই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১