আপডেট : ০৫ জুন ২০১৮
অবরুদ্ধ গাজা থেকে উড়ে আসা ঘুড়িতে নাকাল ইসরাইল। ঘুড়ির মোকাবেলায় বিশেষ ড্রোন তৈরি করা হয়েছে। তারপরও পরিস্থিতি সামাল দিতে পারছে না তারা। গত শনিবার রাতে ইসরাইলের রাষ্ট্রীয় টিভি এ কথা জানায়। খবর দ্য টাইমস অব ইসরাইল ও পার্সটুডে। খবরে বলা হয়, ড্রোনগুলো আকাশেই ঘুড়িগুলোকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সব ঘুড়ি ধ্বংস করা সম্ভব হচ্ছে না। কারণ উড়ে আসা ঘুড়ির সংখ্যা অনেক। শনিবার অধিকৃত ইসরাইলে ফিলিস্তিনি ঘুড়ি পড়ে সেখানকার অন্তত তিন হেক্টরের বেশি জমির ফসল পুড়ে গেছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, ফিলিস্তিনিরা নিজ ভূমিতে প্রত্যাবর্তনের অধিকারের দাবিতে গত ৩০ মার্চ থেকে বিক্ষোভ করে আসছেন। পাশাপাশি গাজাবাসীরা ঘুড়ি উড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ঘুড়ির লম্বা লেজে আগুন ধরিয়ে দিচ্ছে ফিলিস্তিনিরা। এসব ঘুড়ি প্রায়ই সীমান্ত দেওয়ালের ওপারে ইসরাইল অধিকৃত এলাকায় গিয়ে পড়ে। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো অন্তত ১৩ হাজার ফিলিস্তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১