বাংলাদেশের খবর

আপডেট : ১৮ জুন ২০১৮

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

পিকনিক থেকে ফেরার পথে পিকআপকে একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৮ জন এবং হাসপাতালে আরো ২ জনের মৃত্যু হয়। প্রতীকী ছবি


নীলফামারীতে বাসের চাপায় নিহত ১০ হয়েছে। এ ঘটনায় আহত হয় আরো ১৭ জন। নিহত-আহতদের সবারই বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে।

রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পঞ্চগড়ের দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে দেবিগঞ্জে ফেরার সময় নীলফামারীর সৈয়দপুরে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তাদেরকে বহনকারী পিকআপকে সৈয়দপুরের বাইপাস সড়কে একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে যান। ঠিক সেই সময় পেছন দিক থেকে আসা বাস তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই ৮ তরুণ নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও দু’জনের।

জানা গেছে, ঈদ আনন্দকে আরেকটু রাঙিয়ে নিতে একদল তরুণ গিয়েছিলেন পিকনিকে। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে একদল তরুণ ঈদের ছুটিতে একটি পিকআপ ভাড়া করেণ। সারাদিন বাঁধাভাঙা আনন্দ-উল্লাস শেষে বাড়িতে ফিরছিলেন তারা। সারাদিন বাঁধাভাঙা আনন্দ-উল্লাস শেষে সন্ধ্যার পর দেবীগঞ্জের উদ্দেশে রওনা দেন তারা। কিন্তু সবাইকে স্তব্ধ করে দেয় একটি বাস।

আহতদের উদ্ধার করে সৈয়দপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১