আপডেট : ০৩ অক্টোবর ২০১৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগামী ৪ অক্টোবর তিন দিনব্যাপী উন্নয়ন মেলার (ডেভেলপমেন্ট ফেয়ার) উদ্বোধন করবেন। রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দানে এবং প্রত্যেক জেলা ও উপজেলায় একই সময়ে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধনী দিনে এক শোভাযাত্রার আয়োজন করা হবে এবং তা সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও উন্নয়নের বিভিন্ন ধারণা ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে এবং সেগুলোতে দেশি ও বিদেশি উন্নয়ন অংশীদাররা অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক খলিলুর রহমান, পরিচালক আহসান কিবরিয়া, উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশীদ আলম মেলা ময়দান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান আজ শুক্রবার মেলার প্রস্তুতি দেখার জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ময়দান পরিদর্শন করেন। এবারের এই মেলায় ৩৬৬ টি স্টল থাকবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১