বাংলাদেশের খবর

আপডেট : ০৫ অক্টোবর ২০১৮

রায়ের দিন বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর অ্যাকশন : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলা সংরক্ষিত ছবি


একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা নাশকতামূলক তৎপরতা চালানোর চেষ্টা করা হলে পুলিশ কঠোর অ্যাকশনে যাবে। সে লক্ষ্যে পুলিশ বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে একটি রাজনৈতিক দল উন্মাতাল হয়ে উঠেছে। তারা রাস্তায় নামতে না পেরে সহিংসতার পথ বেছে নেয়। এবার এ রকম করার ফল শুভ হবে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার ‘চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮’র উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যাকে হত্যার চেষ্টা করা হয়েছে। ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত হলেও ২২ জনকে হারিয়েছি আমরা। তাই ২১ আগস্ট হামলা মামলার রায় অবশ্যই কার্যকর করা হবে।

রায়ের দিন পুলিশ মোতায়েন প্রসঙ্গে ডিএমপির অতিরিক্ত কমিশনার মীর রেজাউল বলেন, রায়ের দিন আদালত ও আশপাশ এলাকায় নগর পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ থাকবে। এছাড়া দাঙ্গা পুলিশও থাকবে আদালত এলাকায়। এছাড়া স্পর্শকাতর স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট ও অবস্থান থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১