আপডেট : ০৫ অক্টোবর ২০১৮
তারবিহীন যোগাযোগ প্রযুক্তির মধ্যে বর্তমানে ওয়াইফাই সবচেয়ে জনপ্রিয়। গতি এবং কানেক্টিভিটির দিক থেকে ওয়াইফাইয়ের বেশ কিছু স্ট্যান্ডার্ড রয়েছে, যা তৈরি করেছে ওয়াইফাই অ্যালায়েন্স। তবে সাধারণ মানুষের কাছে এসব স্ট্যান্ডার্ডের বিষয়টি স্পষ্ট নয়। বিশেষ করে স্ট্যান্ডার্ডগুলোর যে নাম, সেগুলো খুব সহজে মনে রাখাও সম্ভব নয়। এ বিষয়টিকে আমলে নিয়ে ওয়াইফাই স্ট্যান্ডার্ডগুলোর নাম পরিবর্তন করছে, যার ফলে সাধারণ মানুষও খুব সহজে এর অর্থ বুঝতে পারবে। ওয়াইফাই অ্যালায়েন্স জানিয়েছে, আগে যেরকম একাধিক নম্বর ও অক্ষর ব্যবহার করে নামকরণ করা হয়েছে, এখন তেমন হবে না। এর পরিবর্তে একটিমাত্র নম্বর ব্যবহার করা হবে। নতুন নিয়ম অনুসারে ওয়াইফাই ৮০২.১১বি স্ট্যান্ডার্ড পরিচিত হবে ওয়াইফাই ১ নামে। ওয়াইফাই ৮০২.১১এ হবে ওয়াইফাই ২, ওয়াইফাই ৮০২.১১জি হবে ওয়াইফাই ৩। এছাড়া ওয়াইফাই ৮০২.১১এন হবে ওয়াইফাই ৪। ওয়াইফাই ৮০২.১১এসি হবে ওয়াইফাই ৫। ওয়াইফাই ৬ নামে পরিবর্তিত হচ্ছে ওয়াইফাই ৮০২.১১এএক্স। ধারণা করা হচ্ছে, চালুর সময় হিসাব করে এসব নামকরণ করছে ওয়াইফাই অ্যালায়েন্স। নতুন নামকরণে ওয়াইফাই নম্বর যত বেশি হবে, ওয়াইফাই স্ট্যান্ডার্ড তত আপডেটেড হবে। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনেও এখন থেকে পুরনো নাম ব্যবহার করতে হবে না। এর পরিবর্তে থাকবে নতুন নাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১