আপডেট : ০৭ অক্টোবর ২০১৮
কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। এ সময় নৈশ প্রহরীসহ বাজারের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করে। পুলিশ ও আওয়ামীলীগ নেতারা জানান, ভোর রাতে কয়েকজন দৃর্বৃত্ত হঠাৎ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে টায়ারে আগুন দেয় এবং একটি ককটেল বিস্ফোরন ঘটিয়ে আতংক সৃষ্টি করে। বিকট শব্দে বাজারের নৈশ প্রহরীসহ অন্যান্যরা এগিয়ে গেলে দুর্বত্তরা ঘটনাস্থলে আরও ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্তু ফেলে পালিয়ে যায়। এ সময় আওয়ামীলীগ কার্যালয়ের আশ পাশের এলাকায় লোকজনের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন মুঠো ফোনে জানান, আগামী ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলার রায় দেয়া হবে, তাই বিএনপি-জামায়াত চক্র আতংক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরন ঘটিয়ে থাকতে পারে। তিনি ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪টি ককটেল ও ৪টি পেট্রোল বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে। তিনি আরও জানান, বোমা বিশেষজ্ঞ দল আসার পরই নিশ্চিত হওয়া যাবে উদ্ধারকৃত বস্তু গুলি প্রকৃত ককটেল ও পেট্রোল বোমা কিনা। এ ঘটনার সাথে জড়িত গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি জানিয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১