আপডেট : ০৭ অক্টোবর ২০১৮
ঢাকায় আজ রোববার জাতীয় ঐক্য প্রক্রিয়ার মানববন্ধন। বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে তারা। এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। গতকাল শনিবার চিকিৎসা শেষে তিনি ব্যাংকক থেকে দেশে ফিরেছেন। তিনি বাংলাদেশের খবরকে বলেন, সুস্থভাবে দেশে ফিরতে পেরে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া প্রকাশ করছি। আজ কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান তিনি। এদিকে মানববন্ধন কর্মসূচি সফল করতে গত শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা। গণফোরামের কার্যকরি সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, আশা রাখছি দাবির সঙ্গে ঐকমত্য পোষণকারী মানুষ এই কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর আলোচিত বৃহত্তর জাতীয় ঐক্যের সূচনা হয়। রাজধানীতে মহানগর নাট্যমঞ্চে ওইদিন সমাবেশ ও সম্মেলন করে দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা ৯টি লক্ষ্য সামনে রেখে সরকারের প্রতি পাঁচ দফা দাবি দিয়েছে। দাবির মধ্যে রয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বর্তমান সংসদ ভেঙে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন। সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ব্যক্তি, সংবাদপত্র, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা-সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা। কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রছাত্রীসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং গ্রেফতার হওয়া ব্যক্তিদের মুক্তি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না। নির্বাচনের এক মাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন প্রতিটি নির্বাচনী এলাকায় বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনকে দিতে হবে। নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর যুগোপযোগী সংশোধন করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১