আপডেট : ০৮ অক্টোবর ২০১৮
সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল ঘোষণার পর থেকে মুক্তিযোদ্ধা কোটাসহ অন্যান্য কোটা বহাল রাখার দাবিতে আন্দোলন করে আসছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডসহ কয়েকটি সংগঠন। গতকাল রোববার আন্দোলনের পঞ্চম দিনেও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনগুলোর নেতাকর্মীরা। এ ছাড়া জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তির শিকার হয়েছেন রোগীসহ সাধারণ মানুষ। মুক্তিযোদ্ধা কোটা ৩০% পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে এই আন্দোলনের সঙ্গে যুক্ত মুক্তিযোদ্ধা মঞ্চ নামের সংগঠন। গতকাল সকালে মুক্তিযোদ্ধা মঞ্চের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এরপর প্রতিবন্ধী কোটা বহাল রাখার দাবিতে একই স্থানে অবস্থান কর্মসূচি পালন করে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’সহ প্রতিবন্ধীদের কয়েকটি সংগঠন। তারাও তাদের দাবি আদায়ের লক্ষ্যে মুক্তিযোদ্ধা মঞ্চের সঙ্গে সংহতি ঘোষণা করে। ৫% প্রতিবন্ধী কোটা বহালসহ ১১ দফা ঘোষণা করেন ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’র আহ্বায়ক আলী হোসেন। মুক্তিযোদ্ধা মঞ্চের মুখপাত্র অধ্যাপক একেএম জামাল উদ্দিন বলেন, আমাদের দাবিসহ প্রতিবন্ধীদের যৌক্তিক দাবি সরকারকে মেনে নিতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’র আহ্বায়ক আলী হোসেন বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের ১১ দফা দাবি যতক্ষণ না পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বাস্তবায়িত হবে ততদিন পর্যন্ত প্রতিবন্ধী ব্যক্তিদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।’ রোববারের অবরোধ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের প্রতিবন্ধীরাও অংশ নেন। কর্মসূচিতে অংশ নেওয়া একজন প্রতিবন্ধী বলেন, ‘আমরা এমনিতেই চাকরিতে সুবিধাবঞ্চিত। এর মধ্যে কোটা তুলে দিয়ে আমাদের ওপর অন্যায় করা হয়েছে।’ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মামুন বলেন, আমাদের ছয় দফা দাবি। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগে লাগাতার এবং সারা দেশে একই কর্মসূচি পরিচালনা করা হবে বলেও জানান আল মামুন। কোটা বহাল চেয়ে আন্দোলনকারীদের চলমান অবরোধ কর্মসূচির কারণে শাহবাগের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুট দিয়ে চলাচলকারী জনগণ। বিশেষ করে শাহবাগ মোড়ের দুই পাশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বারডেম হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েন সীমাহীন বিপাকে। জাবি : সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে গতকাল রোববার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবাদী’ কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বিকাল ৪টায় উপ-উপাচার্য অধ্যাপক আমির হোসেন দাবি পূরণের আশ্বাস দিয়ে আন্দোলনে সংহতি জানালে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এদিকে, অবরোধ কর্মসূচি চলাকালে ভোগান্তিতে পড়েন রাস্তার হাজারো মানুষ। দূরপাল্লার শতাধিক বাস আটকে যায় মহাসড়কে। এ সময় মরিয়ম আক্তার নামে এক রোগী কাতরাতে-কাতরাতে বলেন, আমার অ্যাপেন্ডিসাইটিস। মেডিকেলে যাব অপারেশন করতে, যেতে পারছি না। আমাদের মতো সাধারণ মানুষকে কষ্ট দিয়ে আপনারা কী সুখ পান? এ ছাড়া যানজটের কারণে জাবিতে আগামীকাল ‘সি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণকারীরা সময়মতো অংশ নিতে পারবেন কি না তা নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। রাজশাহী ব্যুরো : সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটা বহালের দাবিতে মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় তাদের ১১ দাফি দাবি বাস্তবায়ন না হলে লাগাতার অবস্থান ধর্মঘটের হুশিয়ারি দেন। ইবি : মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত মুক্তিযোদ্ধার সন্তানরা। রোববার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সড়কটিতে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোটা বাতিল করে সরকার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১