বাংলাদেশের খবর

আপডেট : ০৮ অক্টোবর ২০১৮

রেজাল্ট ভালো করার ১০ উপায়

পড়াশোনা শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে সংগৃহীত ছবি


সুখী ইসলাম

ছাত্রজীবনে পরীক্ষা শব্দটি সব ছাত্রছাত্রীর কাছেই অতিপরিচিত একটি শব্দ। শিশুকালে শিশু শ্রেণিতে ভর্তি হওয়ার পর থেকে পরীক্ষা নামক চক্রের সঙ্গে পরিচিত হয় সবাই। পড়াশোনা শেষ হওয়ার আগপর্যন্ত চক্রটি অবিরাম চলতেই থাকে। আর মানুষের মধ্যে এখনো একটি প্রবাদ প্রচলিত রয়েছে- ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়।’ মানে হচ্ছে, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, পরীক্ষার খাতায় যদি তুমি ভালো নম্বর না পাও কিংবা ভালো রেজাল্ট না হয়, তাহলে সবই যেন বৃথা হয়ে যায়! পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা শুধু জন্মগত প্রতিভা নয়, নিয়মিত ভালো ফল করে এমন শিক্ষার্থীদের আসলে কিছু অভ্যাস থাকে যা তাদের ভালো রেজাল্ট করতে সাহায্য করে। পরীক্ষায় ভালো করার জন্য জেনে নিন ১০টি উপায়-

 

১. পড়াশোনাকে প্রাধান্য দিন : পড়াশোনা শুরু করতে হবে ইতিবাচক মনোভাব নিয়ে। শুরুতেই মন থেকে পরীক্ষাভীতি ঝেড়ে ফেলতে হবে। পড়াগুলোকে নিজের মতো করে সাজাতে হবে। পড়াশোনার সময় শুধুই পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত। বই খোলার পর ফোনে কথা বলা, টিভি দেখা, এমনকি টুকিটাকি খাওয়ার দিকেও মনোযোগ না দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। শুধুই পড়াকে প্রাধান্য দিন।

 

২. পড়া না দেখে লেখার অভ্যাস করা : আমরা যা পড়ি তা কখনোই পুরোপুরি মনে থাকে না। পরীক্ষার খাতায় হুবহু নির্ভুল লেখা তাই অনেক সময়ই সম্ভব হয় না। কিন্তু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার অন্যতম ‍শর্ত হচ্ছে নির্ভুল লেখা। পরীক্ষায় নির্ভুল লেখার জন্য পড়ার পরে না দেখে লেখার অভ্যাস করলে ভালো ফল পাওয়া যায়।

 

৩. সময় মূল্যায়ন করা : প্রত্যেকে একই নির্দিষ্ট সময়ে পড়াশোনা করতে পছন্দ করে না। কেউ গভীর রাতে কিংবা ভোরবেলায় নিরিবিলির মাঝে পড়তে পছন্দ করে। কেউ আবার ক্লাস থেকে ফিরে লেকচার মনে থাকতে থাকতেই পড়ে ফেলে। কিন্তু এর পাশাপাশিও সময় বের করা যায়। বাথরুমের আয়নার পাশে একটি কাগজে ভোকাবুলারি লিস্ট আটকে রাখুন এবং প্রতিদিন একটি করে শব্দ শিখুন। ক্লাসে যাওয়া-আসার পথে কিছু একটা পড়ুন। অর্থাৎ সময় যাতে কোনোভাবেই নষ্ট না হয়, সেদিকে নজর দিন।

 

৪. দ্রুত পড়ার অভ্যাস করুন : শুধু বই সামনে নিয়ে বসে থাকলে পড়া হয় না। দ্রুত পড়ার অভ্যাস গড়ে তুললে আপনি কম সময়ে অনেক বেশি পড়তে পারবেন। প্রথমে বইয়ের সূচিপত্র পড়ে নিন। এতে আপনি বুঝতে পারবেন বইটি কী বিষয়ের ওপর লেখা। এরপর আপনি বইতে থাকা ছবি এবং ছক দেখতে পারেন। তারপর বইটি দ্রুত পড়ে নিতে পারেন। এ পদ্ধতিতে আপনার মাথায় তথ্যগুলো ভালোভাবে বসে যাবে।

 

৫. গ্রুপ স্টাডি করা : ভালো ফল করার জন্য গ্রুপ স্টাডি খুব গুরুত্বপূর্ণ। কোনো বিষয় একসঙ্গে গ্রুপ করে পড়লে সেই বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে বিশদ ধারণা পাওয়া যায়। একেকজন একেকভাবে পড়াশোনা করে, কেউ একটি বিষয় অন্যদের থেকে ভালো বোঝে, কারো ক্লাস নোট অন্যদের তুলনায় ভালো হয়। গ্রুপ স্টাডি করার ফলে শেখার প্রতি আগ্রহ বাড়বে।

 

৬. গুছিয়ে রাখুন পড়ার জিনিস : ক্লাস নোট, কালার পেন্সিল এসব খুঁজতে সময় নষ্ট হলে পড়ার ইচ্ছে অনেকটাই কমে যায়। তাই পড়ার জিনিস গুছিয়ে রাখুন। ক্লাস থেকে এসে প্রতি বিষয়ের নোট আলাদা রঙের ফোল্ডারে গুছিয়ে রাখুন। অন্তত পড়ার টেবিলের ড্রয়ার বা স্কুলব্যাগ গুছিয়ে রাখার অভ্যাস করুন। এতে পড়াশোনা অনেকটাই সহজ হয়ে যাবে।

 

৭. সুন্দর করে নোট নিন : ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে এবং মনোযোগ দিয়ে লেকচার শুনতে হবে। ক্লাসে যেটায় বেশি জোর দেওয়া হয়, সাধারণত সেটাই পরীক্ষায় আসে। ক্লাসে নোট না নিলে আপনি বুঝতে পারবেন না পরীক্ষায় কী আসবে। তাই গুছিয়ে নোট নিন। নোট করে পড়া ভালো ফলাফলের জন্য বেশ কার্যকর।

 

৮. অ্যাসাইনমেন্ট গুছিয়ে নিন : গোছানো, পরিষ্কার ও সাবলীল ভাষায় লেখা, দৃষ্টিনন্দন অ্যাসাইনমেন্ট পেপারগুলো স্বাভাবিকভাবেই বেশি নম্বর পায়। অনেক সময় খুব তথ্যবহুল অ্যাসাইনমেন্টও গোছানো না হওয়ার কারণে কম নম্বর পেতে পারে। তাই অ্যাসাইনমেন্ট গোছানো রাখার দিকে মনোযোগ দিন। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ তারিখটা জেনে নিয়ে এর আগেই শিডিউল করে ফেলুন। একদিন বিষয়টি নিয়ে রিসার্চ করুন, আরেকদিন ২০ শতাংশ লিখে ফেলুন, আবার একদিন সহপাঠীকে দিয়ে রিভিউ করিয়ে নিন। অবশ্য সবসময় এত গুছিয়ে কাজ করা যায় না, কখনো ডেডলাইনের আগের রাতেই কাজ শেষ করতে হয়। তারপরেও একটি শিডিউল করা থাকলে কাজটা ভালো হয়।

 

৯. ক্লাসে সাড়া দিন : শিক্ষক কী বোঝাচ্ছেন তা বুঝতে না পারলে তা পুনরায় জিজ্ঞেস করতে ভুলবেন না। এতে আপনিও যেমন বিষয়টি ভালোভাবে বুঝতে পারেন, তেমনি শিক্ষকও আপনাকে ভালো চোখে দেখবেন।

 

১০. একটু বেশি পড়ুন : ক্লাসে যতটা কাজ করতে বলা হয়েছে, তার থেকে একটু বেশি এগিয়ে থাকুন। গণিতের চারটি সমস্যা অনুশীলন করতে বলা হয়েছে বাসায়। আপনি আটটি করুন। যত বেশি অনুশীলন করবেন, তত ভালো শিখবেন। পরীক্ষা ছাড়া যেমন কী পড়াশোনা করলেন তা মূল্যায়ন করা যায় না, তেমনি পড়াশোনা না করলে পরীক্ষায়ও যথাযথ মূল্যায়ন পাবেন না। আপনার পড়াশোনার ওপর নির্ভর করবে পরবর্তী কর্মজীবনের সফলতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১