আপডেট : ০৮ অক্টোবর ২০১৮
নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক লিমিটেড। গতকাল রোববার বিভিন্ন জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে আবেদন চেয়েছে ব্যাংকটি। এমডি নিয়োগে গঠিত সার্চ কমিটির আহ্বায়ক বরাবর আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে ২২ অক্টোবরের মধ্যে। জানতে চাইলে বাণিজ্যিক ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ বাংলাদেশের খবরকে বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি যাতে ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য আমরা জোরালো চেষ্টা করে যাচ্ছি। নতুন এমডি নিয়োগে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। কমিটি সময় নির্ধারণ করে এমডি পদে যোগ্য, অভিজ্ঞদের থেকে আবেদন প্রত্যাশা করছে। সেখান থেকে যাচাই-বাছাই করে এমন একজনকে নিয়োগ দেওয়া হবে যিনি ব্যাংকটিকে আন্তরিকভাবে ভালোবাসবেন। ব্যাংকটির যাতে উন্নতি হয় সেই চেষ্টা করবেন। গত ১৪ আগস্ট সরে যান ব্যাংকের বর্তমান এমডি মোহাম্মদ আউয়াল খান। গত বছরের অক্টোবরে সরকার তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়। তার মেয়াদ ছিল ২০১৯ সালের নভেম্বর মাস পর্যন্ত। তবে পরিচালনা পর্ষদ নতুন এমডি নিয়োগের আগ পর্যন্ত তাকে দায়িত্ব চালিয়ে যেতে বলেছে। নতুন এমডি নিয়োগে যোগ্যতা হিসেবে বলা হয়েছে, ১৫ বছরের ব্যাংকিং পেশায় থাকার অভিজ্ঞতা। আর এমডি কিংবা তার পূর্ববর্তী পদে ন্যূনতম দুই বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৬০ বছর। জানা গেছে, গতকাল রোববারই একটি বেসরকারি ব্যাংকের সাবেক এমডি আবেদন করেছেন। বর্তমান এমডি আউয়াল খান বেসিক ব্যাংকে যোগ দেওয়ার আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালের ১৪ নভেম্বর কৃষি ব্যাংকের এমডি পদে যোগ দেন। ২০১৭ সালের আগস্টে অবসরজনিত ছুটিতে যান তিনি। ছুটিতে থাকা অবস্থায় আউয়াল খান ২০১৭ সালের ১ নভেম্বর তিন বছরের জন্য বেসিক ব্যাংকের এমডি হিসেবে যোগ দেন। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকেরও এমডি ছিলেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বেসিক ব্যাংকের বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে গেছে। অবশ্য আলাউদ্দিন এ মজিদ বলেন, নতুন এমডি আসার পর আমরা ব্যাংকটি নিয়ে নতুন উদ্যোগে কাজ করতে চাই। ভুলত্রুটি শুধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি যাতে একসময়ের উজ্জ্বল ভাবমূর্তি ফিরে পায় সেই লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১