আপডেট : ০৯ অক্টোবর ২০১৮
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তারই ধারাবাহিকতায় নাটোর জেলা পুলিশ সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, দালালমুক্ত একটি উন্নয়নশীল সমৃদ্ধ নাটোর জেলা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। এ ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন, প্রত্যেকটি থানায় সার্ভিস ডেলিভারি সিস্টেম চালু, প্রতিটি থানা দালালমুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এ ছাড়াও খেলাধুলার প্রতি জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে এসপি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ অবকাঠামোগত উন্নয়ন, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি-লালপুর থানা, পুলিশ লাইনস্ গেটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ, মোটরযান শাখায় প্রিজনভ্যান, ডবল কেবিন পিকআপসহ বিভিন্ন যানবাহন সংযোজন, দুর্ঘটনা রোধে ট্রাফিক বিভাগ কর্তৃক পেশাদার চালক-হেলপার ও মালিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান, স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে জঙ্গিবাদ-মাদক নির্মূল সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালার আয়োজন; পুলিশ সদস্য কর্তৃক বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসা ভিজিটিং প্রোগ্রামের মাধ্যমে বাল্যবিয়ে, যৌতুক প্রথা নিরোধ কার্যক্রম পরিচালনা, মাদক-অস্ত্র উদ্ধার, পেশাদার সন্ত্রাসীসহ আন্তঃজেলা ডাকাত দল গ্রেফতার, শিশুসহ বিভিন্ন মামলার অপহূত ভিকটিম অক্ষত অবস্থায় উদ্ধার, জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রম নিশ্চিতকরণ, উইমেন্স ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপন, ফলদ বনায়ন কর্মসূচি এবং প্রতিটি থানায় শিশু হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে। নাটোরবাসীকে পুলিশি ব্যবস্থায় অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে Facebook page ও ওয়েবসাইট www.natore.police.gov.bd চালু রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১