আপডেট : ০৯ অক্টোবর ২০১৮
অর্থ আত্মসাতের মামলায় শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মনিরুজ্জামান মো. মোস্তফাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করেন। আসামি মনিরুজ্জামান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আসামিকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো দুই বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে। ২০০৪ সালের ২০ নভেম্বর থেকে ২০০৯ সালের ২৬ জুলাই পর্যন্ত মনিরুজ্জামান ব্যাংকের ধানমন্ডি শাখায় সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সে সময় কম্পিউটারের পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে ৯৫ লাখ ৭৬ হাজার ৮৫৭ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় ব্যাংকটির ধানমন্ডি শাখার সিনিয়র অ্যাসিসস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নকীবুল ইসলাম ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন। এরপর দুদক মামলাটি তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১