বাংলাদেশের খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮

হাইকোর্টে ছেলেসহ রাগীব আলীর জামিন

দেবোত্তর সম্পত্তি দখল

দেবোত্তর সম্পত্তি দখলের মামলায় ছেলেসহ ৬ মাসের জামিন পেলেন রাগীব আলী সংগৃহীত ছবি


জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের মামলায় ১৪ বছর দণ্ডিত আলোচিত ধনাঢ্য ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই ছয় মাসের জন্য জামিন পেয়েছেন হাইকোর্টে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে করা রিভিশন আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি শওকত হোসাইনের একক বেঞ্চ এ জামিন আদেশ দেন। আদালতে রাগীব আলীর পক্ষে শুনানি করেন আইনজীবী এএম আমিন উদ্দিন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৯ আগস্ট সিলেটের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ১৪ বছরের সাজা বহাল রাখেন। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন দাখিল করেন রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই। এ রিভিশন আবেদনে তাদের ছয় মাসের জামিন দিলেন হাইকোর্ট।

২০১৭ সালের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) পৃথক পাঁচটি ধারায় রাগীব আলীকে ১৪ বছর ও তার ছেলে আবদুল হাইকে ১৬ বছর করে কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হলে শুনানি শেষে গত ৯ আগস্ট বিশেষ দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক সাজা বহাল রাখেন।

রায়ের পর গত ১২ সেপ্টেম্বর সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাইন বিল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন চান রাগীব আলী ও তার ছেলে। আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠান। সেই থেকে তারা কারাগারে আছেন।

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি করে নগরের তারাপুর চা-বাগান ৯৯ বছরের জন্য লিজ নেওয়ার অভিযোগে ২০০৫ সালে সিলেটের কোতোয়ালি থানায় রাগীব আলীর বিরুদ্ধে মামলা করেছিলেন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এসএম আবদুল কাদের।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১