আপডেট : ০৯ অক্টোবর ২০১৮
ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নৃশংস হত্যার রায় দেওয়া হবে আগামীকাল বুধবার। এ হামলার ঘটনায় মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন কালকিনি উপজেলার গ্রেনেড হামলায় আহত ও নিহতের পরিবারের সদস্যরা। এ হামলায় কালকিনি উপজেলার নাসির সরদার ও মোস্তাক আহম্মেদ সেন্টু নিহত হয়েছিলেন। আহত হয়েছেন মো. সাইদুল সরদার ও মো. হালান হাওলাদরসহ তিনজন। নিহত-আহত পরিবার সুত্রে জানা গেছে, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সেই মহাসমাবেশে যোগদান করেন কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার নাসির সরদার, রমজানপুর এলাকার মোস্তাক আহম্মেদ সেন্টু, মো. সাইদুল সরদার ও হালান হাওরাদারসহ ৫ জন। এ মহাসমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকালে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় নাসির সরদার ও মোস্তাক আহম্মেদ সেন্টু ঘটনাস্থলেই নিহত হন। আর এতে গুরুতর আহত হন মো. সাইদুল সরদার ও হালান হাওলাদারসহ তিনজন। সেই থেকে নিহতদের পরিবারে চলেছে নিদারুন কষ্টের দিন। আর আহতরা বেঁচে আছেন শরীরে আঘাতের যন্ত্রণা নিয়ে । আজও তাদের তারা করে বেড়ায় সেই নারকীয় ঘটনার দুঃস্মৃতি। গ্রেনেড হামলায় আহত মো. সাইদুল সরদার বলেন, আমি সেই নারকীয় হামলার শিকার হয়ে বেচে আছি অনেক যন্ত্রণা নিয়ে। আজও রাতে আমি ঘুমাতে পারি না। হামলা মামলার আসামিদের ফাঁসি চাই। নিহত নাসির সরদারের ছেলে মাহাবুব হোসেন বলেন, গ্রেনেড হামলায় আমার বাবা নিহত হয়েছে। আমি এ হামলা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১