বাংলাদেশের খবর

আপডেট : ০৯ অক্টোবর ২০১৮

কালকিনিতে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ

কালকিনিতে শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তির অর্থ বিতরণ করা হয় ছবি: বাংলাদেশের খবর


মাদারীপুরের কালকিনিতে প্রশিক্ষণপ্রাপ্ত অসহায় নারীদের মাঝে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন ও ২০১৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৬০ জন শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে জেলা পরিষদের উদ্যোগে স্থানীয় অফিসার্স ক্লাবে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি আফম বাহাউদ্দিন নাছিম।  এ ছাড়া উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, পৌর মেয়র মো. এনায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল, জেলা পরিষদের সদস্য মীর মামুন অর রশিদ, আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান, শারমিন জাহান হেলেনা প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১