আপডেট : ১০ অক্টোবর ২০১৮
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মূল পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে আজ বুধবার থেকে। তবে চিকিৎসার জন্য তাকে কতদিন সেখানে থাকতে হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ তার চিকিৎসায় গঠিত পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড এখনো তাকে দেখার সুযোগ পায়নি। আজ বুধবার বিকাল ৪টায় পূর্ণাঙ্গ বোর্ড তাকে দেখার সম্ভাবনা রয়েছে। গতকাল দুপুরে বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। আবদুল্লাহ আল হারুন সাংবাদিকদের বলেন, বোর্ডের একাধিক সদস্য পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ইতোমধ্যে তার শারীরিক পরিস্থিতির ইতিহাস সংগ্রহ করেছেন তারা। আজ (গতকাল) বিকাল বা সন্ধ্যায় খালেদা জিয়ার ফিজিওথেরাপি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্যের কোনো অবনতি হয়নি। মেডিকেল বোর্ডের সদস্য ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ ফিজিওথেরাপি কে দেবেন তা ঠিক করবেন। আবদুল্লাহ আল হারুন বলেন, মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে সকালে তিনিও খালেদা জিয়ার কেবিনে গিয়েছিলেন। তারা রুটিন রাউন্ডে ৯টা ২০ মিনিটের দিকে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন। আগামীকাল (আজ) ৪টার পর মেডিকেল বোর্ড আবার তার পরীক্ষা-নীরিক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবে। সোমবার রাতেও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে তার রোগের ইতিহাস জেনে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সন্ধ্যা পর্যন্ত শুরু হয়নি ফিজিওথেরাপি : হাসপাতাল পরিচালক বিকাল থেকে খালেদা জিয়ার ফিজিওথেরাপি দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা বাংলাদেশের খবরকে জানিয়েছেন সন্ধ্যা পর্যন্ত তাকে ফিজিওথেরাপি দেওয়া হয়নি। গত ৬ অক্টোবর আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়। গত শনিবার বিকাল পৌনে ৪টার দিকে তাকে কারাগার থেকে বিএসএমএমইউতে নেওয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১