আপডেট : ১০ অক্টোবর ২০১৮
খায়রুল আহসান মানিক, কুমিল্লা কুমিল্লার বরুড়া উপজেলায় এ বছর আখের বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে আখ চাষের জমি। লাভবান হওয়ায় দিন দিন বাড়ছে এর চাষ। সুমিষ্ট এখানকার আখের কদর রয়েছে দেশজুড়ে। এখানকার উৎপাদিত আখ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। চৈত্র মাসে লাগানো হয় আখের চারা, আর পরিপক্ব হয় আষাঢ়ের পর থেকে। বিক্রি চলে আশ্বিন-কার্তিক মাস পর্যন্ত। লাভ বেশি হওয়ায় প্রতি বছরই আখ আবাদের জমির পরিমাণ বাড়ছে। কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক দিলীপ কুমার অধিকারী বলেন, এ বছর কুমিল্লা জেলায় ৩৭৬ হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আখের চাহিদা বেশি হওয়ায় বরুড়ার আশপাশের উপজেলাগুলোতেও ছড়িয়ে পড়ছে এর চাষ। বেশিরভাগ আখ জমিতেই বিক্রি হয়ে যায়। লাভ বেশি হওয়ায় এ ফসলটির উৎপাদন বাড়াতে সরকার সহযোগিতা করছে বলে জানান দিলীপ কুমার অধিকারী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১