আপডেট : ১০ অক্টোবর ২০১৮
সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা সাত রোহিঙ্গা নারী শিশুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার ওই সীমান্তের আবাদেরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মিয়ানমারের কুতুপপালং এলাকার সেলিমের স্ত্রী নুর বেগম (৪৫) তার মেয়ে রশিদা বেগম (৫) জান্নাতরা বেগম (৩) ও ছেলে সাগর হোসেন (০১), আজিজুল হকের স্ত্রী হাছিনা বেগম (২২) ও তার মেয়ে রোজিনা বেগম (৪) ও বৃদ্ধা উসুন জামান (৭৫)। রোহিঙ্গা নারী নুর বেগম জানান, ভারতে ভাল কাজের প্রলোভন দেখিয়ে দুই দালাল তাদেরকে মিয়ানমার থেকে সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসে । বুধবার ওই সময় আবাদের হাট এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে দেয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাত রোহিঙ্গা নারী ও শিশুকে ভারতে পাচারের উদ্দেশ্য সাতক্ষীরা সীমান্তে নিয়ে আসার সময় স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। তারা দালালের মাধ্যমে ভারতে পাচার হচ্ছিল বলে ওসি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১