বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০১৮

ভুয়া প্রশ্নে প্রতারণা

পাঁচজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা

ভুয়া প্রশ্নে প্রতারণাকারী পাঁচ জন ছবি : সংগৃহীত


মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রকৃত প্রশ্ন ফাঁসে ব্যর্থ হয়ে ভুয়া প্রশ্নপত্র দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রতারক চক্রের ৫ সদস্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে দু’দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইমের সাব ইন্সপেক্টর শিব্বির আহমেদ ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে মহানগর হাকিম সত্যব্রত শিকদার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে সিআইডির অর্গানাইজড ক্রাইমের বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, রাজধানীর পল্টন থানায় মামলাটি করা হয়। তিনি বলেন, প্রশ্ন ফাঁসকারী এ প্রতারকচক্রের মাস্টারমাইন্ড কাউসার গাজী। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, বর্তমানে তারা প্রশ্ন ফাঁস করতে না পেরে ভুয়া প্রশ্ন তৈরি করে। এরপর বিভিন্ন ফেক ফেসবুক আইডি ব্যবহার করে ‘১০০ ভাগ গ্যারান্টি’ দিয়ে প্রচারণা চালিয়ে এসব প্রশ্ন শিক্ষার্থীদের কাছে বিক্রি করে আসছিল।

নজরুল ইসলাম জানান, এ কাজে কাউসার গাজীকে সহযোগিতা করত তার বন্ধু সোহেল মিয়া। সে অন্যের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে ভুয়া বিকাশ অ্যাকাউন্ট খোলার মাধ্যমে টাকা লেনদেন করত।

গ্রেফতার হওয়া ৫ ব্যক্তি দীর্ঘদিন প্রশ্নপত্র ফাঁসের কাজ করে আসছে দাবি করে সিআইডি কর্মকর্তা আরো জানান, কিন্তু এবার প্রশাসনের তৎপরতায় প্রশ্ন ফাঁস করতে পারেনি। তাই ভুয়া প্রশ্নপত্র তৈরি করে ১০টি ফেক ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে মেডিকেলের প্রশ্ন পাওয়ার প্রচারণা চালায়।

সিআইডির অর্গানাইজড ক্রাইম টিম গত বুধবার রাজধানীর কাজলা পার, দনিয়া ও যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে দুটি মোবাইল ও একটি বিকাশ রেজিস্ট্রার খাতাসহ দুজনকে গ্রেফতার করে। একই দিন গোপন তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে বাড্ডা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আলিফনগর এলাকা থেকে ৩ জনকে তিনটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়ার কালাম গাজীর ছেলে কাউসার গাজী, চাঁদপুর মতলবের জাকির হোসেনের ছেলে সোহেল মিয়া, মাদারীপুর কালকিনির হাসানুর রশীদের ছেলে তারিকুল ইসলাম শোভন, নওগাঁ পত্নীতলার আলমের ছেলে রুবাইয়াত তানভির (আদিত্য), টাঙ্গাইল কালিহাতীর আনসার আলীর ছেলে মাসুদুর রহমান ইমন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১