আপডেট : ১২ অক্টোবর ২০১৮
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ শুক্রবার। এদিকে কাল শনিবার ভর্তি পরীক্ষা হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি বিবিএ প্রথম বর্ষের ‘ইউনিট ৩’ ব্যবসায় শিক্ষা অনুষদের। গতকাল বৃহস্পতিবার ঢাবি ও জবির পৃথক জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের ৫০টি ও ঢাকা শহরের ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার ১৬১৫টি (বিজ্ঞানে-১১৫২, বিজনেস স্টাডিজে-৪১০, মানবিকে-৫৩) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১ জন। ভর্তি পরীক্ষার সিট প্ল্যান বিশ্ববিদ্যালয়ের ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ ওয়েবসাইট থেকে জানা যাবে। এদিকে জবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বাইরের কোনো কেন্দ্রে ‘ইউনিট ৩’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত জবি ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে (আইইআর) অনুষ্ঠিত হবে। এতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। এছাড়া কেন্দ্রে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই আসন গ্রহণ করতে হবে পরীক্ষার্থীদের। আসন বিন্যাস ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (লহঁ.ধপ.নফ) পাওয়া যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১