বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদার জামিনের মেয়াদ বাড়ল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংরক্ষিত ছবি


জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিলের শুনানিতে এ আদেশ দেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এছাড়া শুনানিতে উপস্থিত ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

হাইকোর্টের এই বেঞ্চে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস চেয়ে খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি চলছে। গত ১২ মার্চ চার মাসের জামিন পাওয়ার পর এর মধ্যে কয়েক দফায় সংক্ষিপ্ত মেয়াদে জামিনের মেয়াদ বাড়ান হাইকোর্ট। এ মামলায় খালেদা জিয়ার সঙ্গে দণ্ডিত দুই আসামি সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমদের আপিল এবং দণ্ড বাড়াতে দুদকের রিভিশন আবেদনের শুনানি হবে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন বকশীবাজারের অস্থায়ী বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। সেদিনই তাকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারে নিয়ে যাওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১