বাংলাদেশের খবর

আপডেট : ১২ অক্টোবর ২০১৮

২১ আগস্ট মামলার রায়ের পর বোমা বিস্ফোরণ

না.গঞ্জ ও বগুড়ায় বিএনপির ৪৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

না.গঞ্জ ও বগুড়ায় বিএনপির ৪৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রতীকী ছবি


২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর গত বুধবার হাতবোমা বিস্ফোরণ এবং বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই জেলায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪৫০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। বুধবার রাত এবং গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও বগুড়ায় হওয়া এসব মামলায় সাবেক এক এমপিকেও আসামি করা হয়েছে। বাংলাদেশের খবরের প্রতিনিধির পাঠানো খবর—  

বগুড়া : বগুড়ায় চলন্ত যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে শাজাহানপুর থানার এসআই রুম্মন হাসান বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলাটি করেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জিয়া জানান, বাসে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় গ্রেফতার নূর মোহাম্মদসহ আসামিরা হলেন খরনা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম (৫৫), খরনা ইউনিয়ন যুবদল নেতা মো. মঞ্জু (৩০), আশেকপুর যুবদল নেতা আকরাম (৪৫), জেলা যুবদলের সহ-সম্পাদক সুলতান আহম্মেদ (৪৫), জেলা যুবদল নেতা আজমল হুদা শহীদ (৪৫), উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রিপন (৪০), মাঝিড়া ইউনিয়ন যুবদল কর্মী মো. লোকমান (৪৮), চোপিনগর যুবদল নেতা মজনু মিয়া (২৪) ও শাহীন (২৬)।

প্রসঙ্গত, গত বুধবারে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর পরই বগুড়ার শাজাহানপুরের সাজাপুর এলাকায় যাত্রীবাহী কোচে পেট্রোলবোমা হামলায় তিন নারীযাত্রী আহত হন। ওই ঘটনায় পুলিশ ধাওয়া করে জেলা যুবদলের সহ-কৃষিবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদকে আটক করে।

নারায়ণগঞ্জ : রায়ের পরে নাশকতার অভিযোগে নারায়ণগঞ্জের তিন থানায় পৃথক মামলা হয়েছে। এসব মামলায় সাবেক এমপি গিয়াসউদ্দিন আহমেদসহ বিএনপির ৪৪০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার পিএসআই ফজলুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে একটি মামলা করেন। এতে ৪০ জনের নাম উল্লেখসহ ১১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। তারা হলেন- রাসেল (২২), আনোয়ার (৫৫), হাবিব শেখ (৪০), জয়নাল আবেদীন (৪৫)।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদেরের ভাষ্য, রায়ের প্রতিবাদে ফতুল্লার ভূইগড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৪০ থেকে ১৫০ নেতাকর্মী বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক নিয়ে বিক্ষোভ মিছিলসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা যানবাহনও ভাঙচুর করে। পুলিশ সেখানে গিয়ে চারজনকে গ্রেফতার করে এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে লাল এস্কসটেপে মোড়ানো সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জে ২৫৭ বিএনপি নেতাকর্মীর নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। গতকাল বিকালে এ মামলায় তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ছাত্রদল নেতা শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা মমিন ও রুবেল। মামলায় আরো ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি কাঠের লাঠি, গাড়ি ভাঙার ১০-১৫ পিস কাচের টুকরা, বিস্ফোরিত ককটেলের কিছু অংশ ও একটি পুরাতন ছোট টায়ার উদ্ধার করা হয়েছে বলে মামলায় দেখানো হয়েছে।

এই মামলার আসামিরা হলেন- সাবেক এমপি গিয়াসউদ্দিন আহমেদ, কাউন্সিলর ইকবাল হোসেন ও জিএম সাদরিলসহ ৫৭ জন জ্ঞাত এবং অজ্ঞাত ২০০ জন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার টিটু জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদের ভাষ্য, গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের পর বুধবার গ্রেফতারকৃতরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা করে। এ সময় সেখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তিনজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল (৪৮), বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন (৪৩) ও হরিপুর এলাকার আবদুল করিম মিয়ার ছেলে সানাউল্লাহ (৫২)। এর মধ্যে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল বন্দর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের ভাই।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১