আপডেট : ১২ অক্টোবর ২০১৮
চট্টগ্রাম জেলার ১১টি উপজেলায় এবার ১ হাজার ৮২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় থাকছে আড়াই হাজার পুলিশ ও ১৮ হাজার আনসার সদস্য। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার ওমর ফারুক খন্দকার গোলাম ফারুক বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্ব অনুসারে পূজামণ্ডপগুলোকে অতি গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ এ ৩টি শ্রেণিতে বিভক্ত করে সেই অনুপাতে অফিসার-ফোর্স মোতায়েন করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রতিটি মণ্ডপেই পুলিশ সদস্যের পাশাপাশি ডিবি পুলিশ, সাদা পোশাকে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবে। গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি ৩টি পূজামণ্ডপের জন্য ১টি করে মোবাইল টিম নিয়োজিত থাকবে। সিনিয়র পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে থাকবে বিশেষ টিম। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এবার ১৮২৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। এসব পূজামণ্ডপে ২ হাজার ৩৪৮ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১৮ হাজার আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এদের মধ্যে ৯ হাজার পুরুষ ও ৬ হাজার নারী পুলিশ সদস্য রয়েছেন। জেলা পুলিশ ৩১৯টি অতি গুরুত্বপূর্ণ, ৪৯৫টি গুরুত্বপূর্ণ, ৬৮৭টি সাধারণ ক্যাটাগরির পূজামণ্ডপ নির্ধারণ করেছে। গুরুত্ব অনুযায়ী এসব পূজামণ্ডপে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। সংবাদ সম্মেলনে অন্যান্য পুলিশ কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহিউদ্দিন মাহমুদ সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১