আপডেট : ১২ অক্টোবর ২০১৮
অধিকতর নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা বজায় রেখে মানুষকে আরো বেশি লেনদেনের স্বাধীনতা প্রদানের লক্ষ্য নিয়ে শুরু হবে ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। সরকারের ডাক বিভাগের উদ্যোগে চালু হতে যাওয়া এই সেবাটি বাংলাদেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস বলেও আখ্যায়িত করেছে প্রতিষ্ঠানটি। জানা যায়, নগদ নামের এই সেবাটি ডাক বিভাগের জন্য সরকার কর্তৃক প্রণীত ‘পোস্টাল অ্যাক্ট এমেন্ডমেন্ট ২০১০’-এর ৩ এর ২‰ফ ধারার সুদুঢ় এবং সুস্পষ্ট আইন অনুযায়ী পরিচালিত হবে। এই সেবার অধীনে গ্রাহকদের অধিকতর লিমিট দেওয়ার প্রসঙ্গে ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় ডাক বিভাগের রয়েছে ১০০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা এবং দেশব্যাপী ৯ হাজার ৮৮৬টি পোস্ট অফিস। কর্মচারীদের তত্ত্বাবধানে ডিজিটাল ফিন্যান্সিয়াল খাতে যেকোনো অনিয়ম দ্রুত এবং দক্ষতার সঙ্গে মোকাবেলা করার সামর্থ্য রাখে বাংলাদেশ ডাক বিভাগ। তিনি আরো বলেন, বহু বছর ধরে ডাক বিভাগ অত্যন্ত সফলতার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক, রেড ক্রস, ইউএনডিপি, এটুআই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মতো প্রতিষ্ঠানগুলোর বিভিন্² প্রজেক্টের আওতায় প্রান্তিক পর্যায়ে আর্থিক লেনদেন করে আসছে। আর এই বিশেষ সেবাটির যথাযথ পরিচালনায় সরকারি দিকনির্দেশনা তো থাকছেই। অতএব এর সঙ্গে অন্য কোনো নিয়ন্ত্রক ব্যবস্থার অধিক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ ভিশনকে সামনে রেখে ২০১০ সালে বাংলাদেশের প্রথম ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস হিসেবে পোস্টাল ক্যাশ কার্ড সেবা চালু করেছিল ডাক বিভাগ। ডাক বিভাগের দেশব্যাপী অবকাঠামো এবং আর্থিক সেবা প্রদানের ক্ষেত্রে প্রায় এক শতাব্দীরও অধিক অভিজ্ঞতা এক্ষেত্রে মূল অনুঘটক হিসেবে বিবেচিত হয়েছিল। ‘ই-পোস্ট’ সেবা চালু করেছে পোস্ট অফিস ই-কমার্সের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ডিজিটাল পদ্ধতি বা অনলাইন ডেলিভারি সেবার প্ল্যাটফর্ম ‘ই-পোস্ট’ সেবা চালু করেছে পোস্ট অফিস। গত বুধবার ঢাকায় ডাক অধিদফতরের সদর দফতরে দেশের ৬৪ জেলায় এই সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ নাহিম রাজ্জাক, টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মণ্ডল, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল। জানা যায়, ই-পোস্টের মাধ্যমে পণ্য ডেলিভারির পর তা ট্র্যাকিং, মনিটরিং ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার সেবা নেওয়া যাবে। ইতোমধ্যে ই-পোস্ট সার্ভিসের মাধ্যমে সফলভাবে ই-কমার্স পণ্য বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয়েছে। পাইলটিং প্রকল্প হিসাবে আজকেরডিল, বাগডুম, দারাজ, রকমারি, বিক্রয়ের পণ্য ডেলিভারিতে ই-পোস্টের ট্র্যাকিং সার্ভিস সফল হয়েছে। এই সেবাটি চালু করতে পোস্ট অফিসকে সহযোগিতা করেছে ইক্যাব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১