আপডেট : ৩০ নভেম্বর ২০১৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তিনি নরসিংদী জেলা জজ মো. আতাবুল্লাহর আদালতে হাজির হয়ে বিশেষ ক্ষমতা আইনের একটি মামলার জামিন আবেদন করেন। তবে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে পেট্রোলবোমা হামলা মামলায় মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মনোয়ার হোসেন খানকে কারাগারে পাঠিয়েছেন জেলা ও দায়রা জজ শেখ মো. মফিজুর রহমানের আদালত। নরসিংদী আদালত সূত্র জানিয়েছে, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনসহমোট ৩৪ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে নরসিংদী মডেল থানায় পুলিশ একটি মামলা দায়ের করে। ওই মামলায় খায়রুল কবির খোকনসহ জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত খায়রুল কবির খোকনের আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি মহসীন হোসেন বিদ্যুৎ মামলা রজুকালীন সময়ে অন্য একটি মামলায় কারাবন্দি থাকায় তাকে জামিন দেন। কিন্তু বিকাল সাড়ে ৪টার দিকে জেলা আইনজীবী সমিতির সভাপতির কার্যালয় থেকে তাকে আবার গ্রেফতার করে পুলিশ। খায়রুল কবির খোকনের আইনজীবী আবদুল হান্নান বলেন, আমার মক্কেল আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের রায় আমরা প্রত্যাশা করি না। আমরা উচ্চ আদালতে আবেদন করব। অপরদিকে মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. মনোয়ার হোসেন খান পেট্রোলবোমা হামলা মামলায় মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মো. মফিজুর রহমানের আদালতে জামিন চাইতে যান। কিন্তু আদালত নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ২০১৫ সালের ২১ মার্চ মাগুরার মঘির ঢাল এলাকায় পেট্রোলবোমা হামলায় পাঁচজন নিহতের মামলার আসামি বিএনপি নেতা মনোয়ার হোসেন। মনোয়ার হোসেনের আইনজীবী শাহেদ হাসান টগর দাবি করেন, তার মক্কেল মনোয়ার হোসেন যেহেতু বিএনপির প্রার্থী, সে কারণে রাজনৈতিকভাবে তাকে হয়রানি করা হচ্ছে। তিনি জানান, তারা উচ্চ আদালতে যাবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১