আপডেট : ৩০ নভেম্বর ২০১৮
নির্বাচনের মাত্র এক মাস বাকি থাকলেও নির্বাচন কমিশন (ইসি) এখনো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ-সুবিধাও নিশ্চিত হয়নি। বরং সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা এসব কথা তুলে ধরেন। বাংলাদেশের খবরকে এমনটাই জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা। বিকাল সাড়ে ৫টা থেকে টানা এক ঘণ্টার বৈঠক শেষে কোনো পক্ষই গণমাধ্যমের সঙ্গে কথা বলেনি। বৈঠকে অংশ নেওয়া ওই নেতা বলেন, বৈঠকে ইইউ প্রতিনিধিদলের সদস্যরা নির্বাচনের পরিবেশ সম্পর্কে বিএনপি নেতাদের কাছে জানতে চান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসির সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। দলের মহাসচিব ইইউ প্রতিনিধিদলকে বলেন, ইসি এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারেনি। সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। নির্বাচনকালীন সময়ে প্রশাসনে রদবদল করার কথা থাকলেও ইসি তা করেনি। রাজনৈতিক দলগুলো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করতে ইসিকে অনুরোধ জানালেও তারা তা রাখেনি। আইনশৃঙ্খলা বাহিনী প্রতিদিনই দলের নেতাকর্মীদের গ্রেফতার করছে। কিন্তু ইসি তা বন্ধ করতে পারছে না। তিনি বলেন, যশোর জেলা বিএনপির সহসভাপতি ও কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়ন পরিষদের চারবারের চেয়ারম্যান আবু বকর আবু দলের মনোনয়ন ফরম জমা দিয়ে সাক্ষাৎকারের জন্য ঢাকার একটি হোটেলে অবস্থান করছিলেন। তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে তার লাশ বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়। বিষয়টি ইসিকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিতে পারেনি। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বৈঠকে ইইউ প্রতিনিধিদলের তিন সদস্য উপস্থিত ছিলেন। তারা হলেন ডেভিট নওল ওয়ার্ড, এটনি মারিয়া গুনারি ও বাংলাদেশে নিযুক্ত ইইউ অ্যাম্বাসাডর রেনজি টেটিংক। অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মিন্টু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১