বাংলাদেশের খবর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮

২৫ ডিসেম্বরের আগে দেশে ফিরছেন না এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছবি : সংগৃহীত


সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (ভর্তি) চিকিৎসাধীন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২৫ ডিসেম্বরের আগে দেশে ফিরছেন না। তবে ২৬ ডিসেম্বরের তার দেশে ফেরার কথা রয়েছে। ওইদিনও যদি তিনি না আসেন, তাহলে একাদশ নির্বাচনের মাঠে তাকে পাওয়া যাবে না।

দলীয় সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য গত ১০ ডিসেম্বর রাত ১০টা ৪৫ মিনিটে এসকিউ ৪৪৭ বিমানে ঢাকা ত্যাগ করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। ১২ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগে থেকেই বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করিয়েছেন কয়েকবার। তার দুটি ভাল্বেই ছিদ্র থাকায় চিকিৎসকরা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তার শারীরিক অসুস্থতা এবং বিদেশে চিকিৎসা নেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে। এর আগে গত দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও এরশাদ এভাবেই ‘অসুস্থ’ হয়ে ভর্তি হয়েছিলেন সিএমএইচে। তবে সেবার তিনি বিদেশে যাননি। গত ৮ নভেম্বর একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন পর থেকেই অসুস্থ হয়ে পড়েন এরশাদ। একবার ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একবার বারিধারায় প্রেসিডেন্ট পার্কের বাসায়, আবার কখনো গুলশানের গোপন ফ্ল্যাটে অবস্থান করেন তিনি। পরবর্তী সময়ে গত ১০ ডিসেম্বর রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। চিকিৎসা শেষে তার ২২ ডিসেম্বর রাতে দেশে ফেরার কথা ছিল। কিন্তু চিকিৎসক তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ায় এদিন তিনি দেশে ফিরতে পারছেন না।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টির নির্বাচনী মনিটরিং সেলের সদস্য সচিব সাহিদুর রহমান টেপা বাংলাদেশের খবরকে বলেন, স্যারের (এইচ এম এরশাদ) শারীরিক অবস্থা আগের চেয়ে খারাপ। চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেননি। আরো কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। এরপর যদি তারা মনে করেন তাহলে তিনি হাসপাতাল থেকে রিলিজ পাবেন। তারপরও তিনি ২৫ ডিসেম্বরের আগে দেশে ফিরছেন না। ২৬ ডিসেম্বর তিনি দেশে ফিরতে পারেন। তার আগে ফেরার সম্ভাবনা অনেক কম বলেও জানান জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য।

এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবারের নির্বাচনে ঢাকা-১৭ ও রংপুর-৩ আসনে নির্বাচনে লড়ছেন। তার মধ্যে রংপুর-৩ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে লড়ছেন। এছাড়া ঢাকা-১৭ আসনে মহাজোটের বাইরে উন্মুক্ত প্রার্থী হিসেবে লড়ছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১