আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় গতকাল রোববার বেতনভাতা বৃদ্ধির দাবিতে এনএজেড পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে থাকা মোটরসাইকেল ও কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে এবং একটি লেগুনায় ভাঙচুর চালায়। পুলিশ ও শ্রমিকরা জানায়, সরকার ঘোষিত হারে বেতনভাতা দেওয়ার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছিল ওই কারখানার কয়েক হাজার শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি না মেনে আগের হারেই বেতনভাতা পরিশোধ করছে। এ নিয়ে কারখানার শ্রমিকদের মাঝে অসন্তোষ ও ক্ষোভ দেখা দেয়। তাই বেতন বাড়ানোর দাবিতে সকালে শ্রমিকরা কর্মবিরতি করে কারখানার সামনে বিক্ষোভ দেখায়। পরে তারা রাস্তায় নেমে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গাজীপুর শিল্প পুলিশের ওসি হাবিবুর রহমান জানান, এনএজেড পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে রাখা দুটি মোটরসাইকেল ও একটি কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। জয়দেবপুর থানার এসআই জাফর জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এতে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় ১০ পোশাক শ্রমিক আহত হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১