বাংলাদেশের খবর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮

জেতার আগে জিতবেন না : নেতাকর্মীদের কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছবি : সংগৃহীত


বিএনপি নির্বাচনে ‘হারার আগেই হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে নিজের দলের নেতাকর্মীদের তিনি সতর্ক করেছেন, তারা যেন ‘জেতার আগে না জিতে যায়’। গতকাল রোববার নোয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদ আলমের নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আপনাদের কাছে অনুরোধ, জেতার আগে জিতবেন না। আওয়ামী লীগের সমস্যা হলো জেতার আগে জিতে যায়, জেতার আগে জিতে যায় সেজন্য হেরে যায়। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের প্রতিপক্ষ না হয় তাহলে এবারের নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অনিবার্য।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য অনেক কিছুই করেছে। নৌকা হলো উন্নয়নের প্রতীক। আর এ উন্নয়নের কৃতিত্ব শেখ হাসিনার। বিএনপি কিছুই দেয়নি। তারা জনগণকে কলা দেখিয়েছে, হাইকোর্ট দেখিয়েছে। বিএনপিকে এলোমেলো দল আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলটি হারার আগে হেরে গেছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির তিনটি গুণ— দুর্নীতি, সন্ত্রাস, খুন! মানুষ পুড়িয়ে মারা বিএনপির রাজনীতি। তাদের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। সেনবাগের রাস্তা দিয়ে যেতে শুনি ধানের শীষ চিটা হয়ে গেছে। বিএনপি আবার ক্ষমতায় এলে আবার হাওয়া ভবন সৃষ্টি এবং দেশ দুর্নীতিতে আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ জয়ের আগে জিততে চায়। নিজেরা নিজেদের প্রতিপক্ষ হলে জয় সম্ভব নয়। আওয়ামী লীগ নিজেরা নিজেদের প্রতিপক্ষ না হলে জয় সম্ভব।

সেনবাগবাসীর উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ফলে এই উপজেলায় ৯৬ ভাগ বিদ্যুৎ আছে, আগামী ছয় মাসে শতভাগ বিদ্যুৎ সবার কাছে পৌঁছে যাবে। এই আসনে ছয়জন প্রার্থী ছিলেন, এর মধ্য থেকে আমরা একজনকে বাছাই করেছি, তিনি হলেন মোরশেদ আলম। আপনারা তাকে নৌকায় ভোট দেবেন।

মোরশেদ আলমের সভাপতিত্বে পথসভায় সেনবাগ পৌরসভার মেয়র আবু জাফর টিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, সাবেক জেলা শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, সাবেক উপজেলা সভাপতি এম জলিলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক বাহার উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

একই দিন সোনাইমুড়ী মডেল হাই স্কুল মাঠ নোয়াখালী-১ (চাটখীল-সোনাইমুড়ী) আসনের প্রার্থী যথাক্রমে আলহাজ এইচএম ইব্রাহিমের পক্ষে নির্বাচনী প্রচারণাসভায় অংশ নিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সভায় কাদের বলেন, আওয়ামী লীগ জনগণের জন্য রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, বয়স্কভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তি দিয়েছে। গ্রামের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হওয়ায় জনসাধারণ এখন শান্তিতে বসবাস করছে। এ উন্নয়ন শেখ হাসিনাই করেছেন। আর বিএনপি কিছুই দেয়নি। তারা ভুয়া। সোনাইমুড়ী-চাটখীলে এখন বিদ্যুৎ শতভাগ। ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার উদ্যোগ। এখন আর জনগণ অন্ধকারে থাকে না।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের সভাপতিত্বে নোয়াখালী-১ আসনের নৌকার প্রার্থী আলহাজ এইচ এম ইব্রাহিম, আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য খোন্দকার রুহুল আমিন প্রমুখ ওই পথসভায় বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১