বাংলাদেশের খবর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮

আর্থসামাজিক অবস্থার জরিপ শুরু ১ জানুয়ারি


বাংলাদেশে আদমশুমারি করা হয় ১০ বছরের ব্যবধানে। এই দীর্ঘ ব্যবধানের কারণ সম্পদের সীমাবদ্ধতা ও কাজের ব্যাপ্তি। দুই শুমারির মধ্যবর্তী সময়ে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা তুলে ধরতে পরিচালিত হয় মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) শীর্ষক ছোট পরিসরের জরিপ। দুই আদমশুমারির মধ্যবর্তী এ জরিপের মাধ্যমে গড় আয়ু, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু স্থানান্তরসহ বিভিন্ন সামাজিক সূচকের তথ্য সংগ্রহ করা হয়ে থাকে।

২০১৯ সালে এমএসভিএসবি জরিপ পরিচালনার প্রাথমিক কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ লক্ষ্যে গতকাল রোববার শুরু হয়েছে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের জন্য প্রশিক্ষণ।

পরিসংখ্যান ভবনে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। বিবিএস মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, বিবিএস উপমহাপরিচালক তাজুল ইসলাম। অনুষ্ঠানে জরিপের কার্যক্রম তুলে ধরেন প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক।

সৌরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এমএসভিএস প্রকল্পের জরিপে দেশের মানুষের গড় আয়ুর চিত্র পাওয়া যায়। তবে প্রকল্পটিতে সৃজনশীলতা এনে সুস্থভাবে বেঁচে থাকা ও প্রকৃত শিক্ষার তথ্য নিয়ে আসার ব্যবস্থা করতে হবে।

কৃষ্ণা গায়েন জানান, আগামী বছরের প্রথম দিন থেকে জরিপের মাঠপর্যায়ের কাজ শুরু হবে। সঠিক তথ্য পেতে এই প্রশিক্ষণ বিশেষ ভূমিকা রাখবে।

সঠিক তথ্যের মাধ্যমে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে একেএম আশরাফুল হক জানান, ১৯৮০ সাল থেকে প্রকল্পটি পরিচালিত হয়ে আসছে। এসডিজি বাস্তবায়নে প্রকল্পটি বিশেষ ভূমিকা রাখছে বলেও তিনি দাবি করেন।

বিকাশ কিশোর দাস বলেন, বাংলাদেশকে উপস্থাপন করতে হলে যে দুই তিনটি প্রকল্প থেকে তথ্যের প্রয়োজন হয় তার অন্যতম এমএসভিএস প্রকল্প। তথ্য সংগ্রহে স্বাভাবিক কিছু ভুলত্রুটি থেকে যায়। এ প্রশিক্ষণের মাধ্যমে শুধরে নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় সারা দেশের ২ হাজার ১২টি নমুনা এলাকা থেকে তথ্য সংগ্রহ করা হবে। দুই দিনব্যাপী বিভাগীয় ও জেলা পর্যায়ের মূল প্রশিক্ষকদের এ প্রশিক্ষণ শেষ হচ্ছে আজ সোমবার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১