আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮
দেশের প্রথম ডিজিটাল রিয়ালিটি শো বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালেতে ভিডিও কনটেন্ট নির্মাণের অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে প্রথম স্থান অর্জন করেন নাজিব নিনাদ ও প্রিয়ম। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় রানার-আপ হয়েছেন যথাক্রমে মারিশা রহমান ও জারিফ কবির। পুরস্কার হিসেবে নিনাদ ও প্রিয়ম পাচ্ছেন ৩ লক্ষ টাকা মূল্যের বাংলালিংকের চুক্তিসহ গুগলের সিঙ্গাপুর হেড কোয়ার্টার পরিদর্শনের বিশেষ সুযোগ। প্রথম ও দ্বিতীয় মারিশা ও জারিফ পাচ্ছেন বাংলালিংকের সাথে যথাক্রমে ২ ও ১ লক্ষ টাকা মূল্যের চুক্তির সুযোগ। এ ছাড়া বিজয়ীরা ভিডিও কনটেন্ট নির্মাণের ক্ষেত্রে বাংলালিংক ও বঙ্গ-এর পক্ষ থেকে পাবেন বিশেষ সহযোগিতা। রোববার বাংলালিংকের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বিজয়ীদের নাম জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসরের গ্র্যান্ড ফিনালেতে প্রতিযোগিতাটির বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে বিজয়ীদের নাম ঘোষণা করেন। ধারণকৃত গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি আগামী ২৮ ডিসেম্বর রাত ৯টায় এনটিভিতে প্রচার করা হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। জানা যায়, গত সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে বাংলালিংক নেক্সট টিউবারের দ্বিতীয় আসর শুরু হওয়ার পর হাজারো উৎসাহী ভিডিও কনটেন্ট নির্মাতা ভিডিও সাবমিট করার মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের নেক্সট টিউবারের আসরের বিচারকের দায়িত্ব পালন করেন অভিনেতা ইরেশ জাকের, চিত্রনায়িকা পূর্ণিমা ও ইউটিউব সেলিব্রেটি তামিম মৃধা ও শৌভিক আহমেদ। এ ছাড়া বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, বাংলালিংকের চিফ কমপ্লায়েন্স অফিসার মো. নূরুল আলম, এবিসি রেডিও এফএম ৮৯.২-এর হেড অফ অপারেশন এহসানুল হক টিটো, এনটিভির হেড অফ প্রোগ্রাম মুস্তাফা কামাল সৈয়দ, বঙ্গের ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ এবং প্রতিষ্ঠানগুলোর অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১