আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিঙ্গাপুর থেকে আগামীকাল সোমবার দেশে ফিরবেন। গতকাল শনিবার এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, নিয়মিত চেকআপ ও চিকিৎসা শেষে ৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন তিনি। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে ওইদিন রাত সাড়ে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা। এরশাদ সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তিনি এখন হাসপাতালের বাইরে আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান সাবেক এই রাষ্ট্রপতি। সঙ্গে যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ ও মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১