আপডেট : ০৯ জুন ২০১৯
গাজীপুরের কালিয়াকৈরে পৃথক ঘটনায় আসামীদের গ্রেপ্তারের দাবিতে আজ দুপুরে একই স্থানে দুইটি মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও একটি মানবাধিকার সংস্থা। উপজেলার লতিফপুর এলাকায় কালিয়াকৈর থানার সামনে ঢাকা-টাঙ্গাইল মাসড়কে এ দুইটি মাববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবারের লোকজন জানায়, গত ১২ এপ্রিল বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর থানার বানিয়ারচালা রাজাবাড়ি এলাকায় পুর্ব শত্রুতার জেরে মিলন হোসেনের দুইটি চোখ উপড়ে নেয় তার চাচাত ভাই মামুন, আলামিন ও কবির। অপরদিকে গত ৩১ মার্চ রাতে সিরাজগঞ্জের বেলকুচি সড়াতৈল এলাকায় স্বামী রমজান আলী, শ্বশুর সিরাজুল ইসলাম, শাশুরি সোনাবানু যৌতুকের দাবিতে গৃহবধু নিহারীকা আক্তার পপিকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ দুটি ঘটনায় আসামিদের গ্রেপ্তার করেনি পুলিশ। তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে তারা। এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কালিয়াকৈর উপজেলার শাখার সভাপতি শাজাহান মিয়া, সহ-সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তারসহ ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১