আপডেট : ০৭ জুলাই ২০১৯
বরগুনার তালতলীতে ২ শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় এলাকার সর্বত্র আতংক ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার পচাঁকোড়ালিয়া এলাকায় শিক্ষার্থী অপহরণের ঘটনা ঘটে। অপহরণকৃতরা হলেন : ৭ম শেণিতে পড়ূয়া স্কুল ছাত্র মো. নাজমুল (১২) ও হাফিজি মাদ্রাসার ছাত্র মো. মেহেদী হাসান (১৪) অপহৃত শিক্ষার্থীদের পরিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বগীরহাট হাফিজী মাদ্রাসার ছাত্র মো. মেহেদী হাসানের বাবা পচাঁকোড়ালিয়া ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের মো. আবু ছিদ্দিকের সাথে ৩মাস পূর্বে পরিচয় হয় ওই অজ্ঞাত ফকিরের সাথে। সেই থেকে ওই ফকির তাদের বাড়ীতে প্রায়ই আসা-যাওয়া করতো। ঘটনার দিন সকালে ওই ফকির আবু ছিদ্দিকের বাড়ীতে বেড়াতে আসে। বিকেলে আবু ছিদ্দিক মেহেদী হাসান ও ফকিরকে নিয়ে তার ভায়রা সোলায়মানের বাড়ীতে পাঠায়। রাতে খাওয়া-দাওয়া শেষে সোলায়মান তার পুত্র চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র নাজমুল হোসেন ও ভায়রার ছেলে মেহেদী হাসানকে ওই ফকিরের সাথে তাদের বারান্দায় রাত্রিযাপনের জন্য রেখে জাল নিয়ে পার্শ্ববর্তী খালে মাছ ধরতে যান। সোলায়মান গভীর রাতে বাড়ীতে ফিরে তাদের দুই পুত্র সন্তানসহ ওই ফকিরকে না দেখে বহু খোঁজাখুঁজি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমান জানান, দুই স্কুল ছাত্রকে অপহৃত বিষয়ে আমাকে কেউ খবর দেয়নি। আমাদের জানালে আমরা আইনগত ব্যবস্থা নেবো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১