বাংলাদেশের খবর

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯

রাজনগরে ভোক্তা আইনে জরিমানা আদায়

রাজনগরে ভোক্তা আইনে জরিমানা আদায় করে ভ্রাম্মমান আদালত ছবি : বাংলাদেশের খবর


মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশাবাজারের বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন রাজনগর থানার পুলিশ ফোর্স ।

অভিযানকালে তারাপাশা বাজারে অবস্থিত হাসান ফার্মেসীকে ২ হাজার টাকা, বিষ্ণুপদ রোডে অবস্থিত বিসমিল্লাহ বেকারীকে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়েছে বলে জানান, বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১