বাংলাদেশের খবর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯

ঢাকা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত

৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক


ট্রেন লাইনচ্যুত হওয়ার ৭ ঘন্টাপর উদ্ধারকাজ শেষ হওয়ায় ট্রেন চলাচলা স্বাভাবিক হয়েছে কুমিল্লা ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশন এলাকায়।

এর আগে ঢাকা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রোডে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রচন্ড শীতে শিশুসহ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

শনিবার ২৮ ডিসেম্বর রাত দেড়টার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণপাড়ার শশীদল রেল স্টেশনের ‘ডাউন আউটার’ সিগনালে পৌছলে ইঞ্জিনসহ এক লাগিজ ভ্যান লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে।

খবর পেয়ে কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে এবং ৭ ঘন্টা পর সকাল সাড়ে ৮টায় উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী/পথ, কুমিল্লা লিয়াকত আলী মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১