আপডেট : ০১ জানুয়ারি ২০২০
নরসিংদীতে জাকির হোসেন (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব ১১। আজ বুধবার বিকালে জেলার পাঁচদোনা মোড়ে র্যাব-১১ এর চেকপোস্টে নরসিংদী হতে ঢাকাগামী মেঘালয় লাক্সারী পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ণমতি এলাকার বাসিন্দা। র্যাব ১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ বিজ্ঞপিতে জানান, বুধবার বিকালে জেলার সদর থানাধীন পাঁচদোনা মোড়স্থ নরসিংদী টু ঢাকা মহাসড়কে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-১১ এর চেকপোস্টে অবস্থান নেয় র্যাব সদস্যরা । এসময় নরসিংদী হতে ঢাকাগামী মেঘালয় লাক্সারী পরিবহনের একটি বাসে তল্লাশী করে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত জাকির দীর্ঘদিন ধরে নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা। জিজ্ঞাসাবাদে সে আরোও স্বীকার করে যে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কুমিল্লা সীমান্ত দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা বাংলাদেশে প্রবেশ করায় এবং বিভিন্ন কৌশলে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১